প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়েছেন লন্ডন-সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম, এ, গনি।
এক বিবৃতিতে এম, এ, গনি বলেন, ১৯৭৫ সালে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশকে পিছিয়ে দেয়া হয়। ২০০৪ সালের ২১ আগস্ট এ দেশকে নেতৃত্বশূন্য করতে বঙ্গবন্ধু কন্যার উপর গ্রেনেড হামলা চালানো হয়। বর্তমানে দেশ শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে অবদান আছে সজীব ওয়াজেদ জয়েরও। আর এই অবস্থায় ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনায়ককে অপহরণ ও হত্যার পরিকল্পনা করা হয়।
ওই বিবৃতিতে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বিএনপি-এর সহ-সভাপতির পুত্র সিজার সজীব ওয়াজেদ জয়কে অপহরণের ষড়যন্ত্র মামলায় ৪৪ মাসের সাজা ভোগ করছেন। তার জবানবন্দিতে সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে। পেশা যাই হোক অপরাধীর বিচার সুনিশ্চিত হলেই দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে।
শুধু শফিক রেহমান নয়; তার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবী জানিয়েছেন এম, এ, গনি।