রাসেল নামের একটি আলোর ফুল ছিল,
ফুলের বনে ঘ্রাণ ছড়িয়ে দুলছিল।
ফুলের বনে আলোর নাচন সুখ ছিল,
কী দীপ্তিময় সেই সে চাঁদের মুখ ছিল!
নিজের স্বপ্ন ভুবন নিয়ে বেশ ছিল,
বাবার মতো বুকে বাংলাদেশ ছিল।
মিটিমিটি তারার মতো জ্বলছিল,
মুখে বুকে স্বপ্ন আশার বোল ছিল।
হঠাত্ করে একটি কালো রাত এল,
ফুলের বনে হায়েনার আঘাত এল।
ছোট্ট শিশু তার কী এমন ভুলছিল?
রাজ্য দখল হায়েনাদের মূল ছিল।
শিশুর বুকের স্বপ্ন হয়ে প্রাণ ভরায়,
রাসেল নামের ফুলটা আজো ঘ্রাণ ছড়ায়।