বঙ্গবন্ধু হত্যার খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কারের দাবিতে গত রবিবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে অন্টারিও আওয়ামী লীগ।
টরন্টোস্থ ডাউন টাউনের ডানিএলস স্পেকট্রাম সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে খুনি নূর চৌধুরীকে বহিষ্কারের কারণ ব্যাখ্যা করে বিভিন্ন দিক মিডিয়ার কাছে তুলে ধরেন। একই সঙ্গে আইনি দিকও উপস্থাপন করেন ড. মোজাম্মেল খান। তিনি বলেন, ‘চার চার বার নূরের আবেদন বাতিল হয়েছে। একজন স্বস্বীকৃত খুনি, সন্ত্রাসী কোনভাবেই শান্তিপূর্ণ কানাডায় বসবাসের যোগ্য নয়।’
মোহাম্মদ আব্দুস সালামের উপস্থানায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মাহবুব রেজা, প্রফেসর আজিজুল হক এবং অন্টারিও আওয়ামী লীগের তুতিউর রহমান, মাসুদ আলি খান, মো. কোরায়েশী, রফিকুল আলম, গোলাম সরওয়ার, এসবিএম আব্দুল হামিদ, তাজুল ইসলাম, শেখ জসীম উদ্দিন, একরামুল হক খান, সাইফুল্লাহ, জামাল উদ্দিন মিন্টুসহ আরও অনেকে।
ইত্তেফাক/ইউবি