রাজধানীর মতিঝিল এজিবি কলোনির একটি বাসায় ঢুকে জয়া মন্ডল (১৫) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে এক যুবক। এই ঘটনায় ওই যুবকও গণপিটুনিতে আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩ টার দিকে কলোনির ৭৯/৩ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী আহত জয়া। ৪ তলা ওই বাসার ২য় তলায় পরিবারের সঙ্গে থাকে সে। তার বাবা গোপাল চন্দ্র মন্ডল দুদকের সহকারী পরিদর্শক ও তার মা মিনু রানী দুদকের উচ্চমান সহকারী কর্মকর্তা।
ওসি জানান, বেলা ৩ টার দিকে বাসায় একাই ছিল জয়া। এ সময় হাবীব (৩০) নামের এক যুবক তার রুমে ঢুকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি ছুরিকাঘাত করতে থাকে। পরে জয়ার ডাকচিৎকারে অাশেপাশের লোকজন হাবীবকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।
ইত্তেফাক/এমআই