প্রযুক্তির কল্যানে সমাজের পরিবর্তন গবেষণায় প্রতিফলিত হতে হবে: ড. আতিউর রহমান
'সারাবিশ্বে প্রযুক্তির কল্যানে সমাজে দ্রুত পরিবর্তন ঘটেছে। এর ভালো এবং মন্দ দুটো দিকই আছে। আমরা ডিজিটাল প্রযুক্তি গ্রহন করে অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন করে টেকসই উন্নয়নের পথে হাঁটছি। তাই আমাদের সামাজিক পিরামিডার পাটাতনে থাকা গরিব দুখি মানুষগুলোর ভাগ্য বদলাতে পারছি। তবে ডিজিটাল বিভাজন রয়েই গেছে। বৈষম্য বাড়ছে। এ সব নানা মাত্রিক সামাজিক পরিবর্তন ধরতে হলে সামাজিক গবেষকদের মাঠের খোঁজ নিতে হবে।'
আজ ঢাকায় একাডেমী অব প্লানিং এন্ড ডেভোলপমেন্ট মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব সোস্যাল রিসার্চ আয়োজিত তৃতীয় বার্ষিক সামাজিক গবেষণা সম্মেলন উদ্বোধন হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন সাবেক গভর্ণর অধ্যাপক ড. আতিউর রহমান।
প্রতিষ্ঠানের সভাপতি ড. খোরশেদ আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহম্মদ ইউনুচ মিয়া। সারা দেশ থেকে তরুন সামাজিক গবেষকরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আতিউর রহমান গবেষকদের উৎসাহিত করতে আরো বলেন, আমাদের দেশের উন্নয়ন অভিযাত্রার কারণে সমাজের বি তজনদের বদলে যাওয়া গল্পগুলো তুলে আনতে হবে।
ইত্তেফাক/নূহু