কুষ্টিয়ার সদর উপজেলার হররা গ্রামের খোদেজা খাতুনকে (৩৬) দায়ে স্বামী আক্কাস আলী মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১৯ এপ্রিল আসামি আক্কাস আলী নিজ বাড়িতে তার স্ত্রী খোদেজা খাতুনকে শারীরিক নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার পর গলায় রশি লাগিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কাদের বাদী হয়ে আক্কাস আলীকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। মামালার তদন্তকারী পুলিশ কর্মকর্তা ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর আসামি আক্কাস আলীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণে আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামির বিরুদ্ধে ওই দণ্ডাদেশ প্রদান করেন।
ইত্তেফাক/বিএএফ