সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশিটভূক্ত আসামি বরখাস্তকৃত পৌর মেয়র হালিমুল হক মিরুকে জামিন দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ রবিবার এই আদেশ দেয়।
তবে এই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।
২০১৭ সালের ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরে আভ্যন্তরীন কোন্দলের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন ঢাকায় আনার পথে তিনি মারা যান। এ ঘটনায় করা মামলায় জামিন চান মিরু।হাইকোর্ট প্রথমে রুল জারি করে। পরে ওই রুলের ওপর উভয় পক্ষের শুনানি নিয়ে আসামির জামিন মঞ্জুর করে আদালত।
ইত্তেফাক/কেকে