বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার রেজিট্রেশন সময়সীমা বাড়ানো হয়েছে। ভর্তির রেজিট্রেশন প্রক্রিয়া চলবে ১৮ নভেম্বর (রবিবার) রাত ১১টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ভর্তি পরীক্ষার চতুর্থ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ কয়েকটি দপ্তরের কর্মকর্তারা। সভায় ভর্তি পরীক্ষার বিভিন্ন উপ-কমিটির কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ২ থেকে ৬ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হবে। বাসস
ইত্তেফাক/কেকে