জিয়া চ্যারিটেবল এবং অরফানেজ ট্রাস্ট মামলায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে ডাকা মানববন্ধন ও গণঅনশন কর্মসূচির অনুমতি পেয়েছে বিএনপি। আজ ঢাকায় মানববন্ধন হবে প্রেসক্লাবের সামনে বেলা ১১ থেকে ১২ পর্যন্ত।
গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদের নেতৃত্ব একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির কার্যালয়ে যান। এ সময় ডিএমপির পক্ষ থেকে তাদের অনুমতির কথা জানানো হয়।
গত সোমবার নয়াপল্টনে কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। আজ ৩১ অক্টোবর সারা দেশে মানববন্ধন, ১ নভেম্বর ঢাকাসহ সারা দেশে গণঅনশন কর্মসূচি পালন করবে দলটি।
রিজভী জানান, ঢাকায় মানববন্ধন হবে প্রেসক্লাবের সামনে। আর অনশন হবে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে।
ইত্তেফাক/মোস্তাফিজ