তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিয়ে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। নির্বাচনের সমতলভূমি নিশ্চিত আছে। নির্বাচনে অংশগ্রহণ করুন।’
বৃহস্পতিবার বিকেলে বদরগঞ্জ পৌরশহরের শাহাপুর মাঠে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা জাসদের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। আড়ালের ষড়যন্ত্রকারীদের কোন সুযোগ দিবেন না।’
তিনি জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বহুবার এই আসনে আপনারা প্রার্থী দিয়েছিলেন। এবারে এ আসনটি আমাদেরকে ছেড়ে দিন। আমাদের প্রার্থী কুমারেশ রায়। তাকে ভোট দিয়ে এই এলাকার মানুষ জয়যুক্ত করবে।’
বদরগঞ্জ উপজেলা জাসদের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে বদরগঞ্জ উপজেলা শাখা জাসদের সাধারণ সম্পাদক প্রভাষক আনোয়ারুল হক ও জাসদ নেতা মোশফেকুর রহমান মাস্টারের সঞ্চালনায় জনসভায় উপস্থিত ছিলেন- জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলির সদস্য ডা. একরামুল হোসেন স্বপন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর জেলা জাসদের সভাপতি সাখাওয়াত রাংগা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, রংপুর জেলা জাসদের সাধারণ সম্পাদক ও ১৪ দলের (জাসদ) প্রার্থী কুমারেশ রায়, ছাত্রলীগ জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবীব শামীম, জাসদ নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ