বিমানবালার হাতের চুড়ি ঠিক ছিল,
ঠিক ছিল না সেই বিমানের একটি নাট।
আমার দেশের বিমান যখন
যাচ্ছে উড়ে দেশ-বিদেশে,
তখন যদি নাটগুলো সব ঠিক থাকে
এখন কেন, জাতির জনক শেখ মুজিবের
বড়ো মেয়ে শেখ হাসিনার
বুদাপেস্টে যাত্রাকালে
বাংলাদেশ বিমানের নাটগুলো
সব ঢিলা হলো
আমি এখন জানতে চাই।
‘রাখে আল্লা মারে কে’
বলেন যখন শেখ হাসিনা
তখন ভাবি ঠিক বলেছেন
আমার পিতার বড়ো মেয়ে
সাহস জোগাই আমরা ক’ভাই।
বলছি শুধু বিচার হোক
করেছে যারা ঐ বিমানের নাটটি ঢিলা
তাদের গায়ে আসুন সবাই
সকাল বিকাল থুতু ছিটাই।