পাশের তিনটি দাঁড়িপাল্লায় চিড়াতন, রুইতন, হরতন, ইস্কাবন প্রভৃতি তাসের ওজন মাপার চেষ্টা করা হয়েছে। প্রথম দুটো দাঁড়িপাল্লায় দুই দিকের ওজনই সমান সমান। কিন্তু সর্বনিম্ন দাঁড়িপাল্লায় দুই দিকের ওজন সমান করতে হলে হরতন দুটোর পাশে কিছু চিড়াতন বসাতে হবে। প্রশ্ন হলো, কয়টি চিড়াতন ঐ শূন্যস্থানে বসাতে হবে?
উত্তর আগামীকাল