গ্রাম থেকে এক লোক শহরে বেড়াতে এল। ট্যাক্সি দেখে সে খুব অবাক। ড্রাইভারের সঙ্গে কথা বলে সে ট্যাক্সিতে উঠে বসল। ড্রাইভার তাকে নিয়ে শহরটা ঘুরে দেখাতে লাগল। হঠাত্ ট্যাক্সি একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ওখানেই থেমে গেল। ড্রাইভার তখন বলল, ট্যাক্সি আর যাবে না, তুমি নেমে যাও।
গ্রামের লোকটা কিছুক্ষণ চিন্তা করে বলল, তা নেমে যাচ্ছি। কিন্তু তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। যেখানে গাছ থাকে না, সেখানে তুমি গাড়ি থামাও কী করে?
বিচারক : তুমি কেন গাড়িটি চুরি করেছিলে?
আসামি : আমি দেখেছিলাম গাড়িটি একটি কবরখানার বাইরে দাঁড় করানো। তাই ভেবেছিলাম গাড়ির মালিকের আর এটা হয়তো দরকার নেই।