এক কেরানি তার এক বন্ধুকে বলল, জানিস, কাল থেকে আমার অফিস দু’ সপ্তাহ ছুটি।
বন্ধু বলল, কীভাবে?
কেরানি বলল, কাল থেকে আমি এক সপ্তাহ ছুটিতে যাচ্ছি। তার পরের সপ্তাহে যাচ্ছেন আমার বস্।
দামি পোশাক পরা এক ভদ্রলোক বাসের মধ্যে এক পকেটমারকে হাতেনাতে ধরে ফেললেন।
: তোমার লজ্জা করা উচিত মানুষের পকেটে হাত দাও?
: লজ্জা তো আপনার করা উচিত, এমন দামি পোশাক পরেছেন অথচ পকেটে এক পয়সাও নেই।