লাক্সতারকা নিশা এবার দর্শকের সামনে হাজির হবেন ভিন্ন একটি চরিত্রে নিয়ে। কামরুল আহসানের রচনায় ও জাহিদুল ইসলাম জাহিদের পরিচালনায় ‘অন্তর্জাল’ শিরোনামের ধারাবাহিক নাটকে দেখা যাবে তাকে। নতুন ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে নিশা বলেন, ‘এখানে আমি আফরিন চরিত্রে অভিনয় করেছি। একটি সড়ক দুর্ঘটনা দিয়ে তমাল নামের একটি ছেলের সাথে আমার পরিচয় হবে। তারপর দু’জনের পরিচয়, পরিচয় থেকে ভালোলাগা ভালোবাসা। সাথে নতুন কিছু ঘটনার মধ্য দিয়ে দর্শকরা আমাকে নতুনভাবে দেখবেন। সব মিলিয়ে আমার চরিত্রটি মজার।’ ‘অন্তর্জাল’ ধারাবাহিক নাটকটি কোরবানির ঈদের পর থেকে মাছরাঙা টিভিতে প্রচার শুরু হবে। এদিকে নিশা অভিনীত জাহিদ হাসান পরিচালিত ‘উড়ামন’, মীর সাব্বির পরিচালিত ‘নোয়াশাল’ আরটিভিতে, গোলাম সোহরাব দোদুলের ‘পাল্টা হাওয়া’ বাংলাভিশনে এবং কমল চৌধুরীর ‘বাইফোকাল’ চ্যানেল নাইনে প্রচার হচ্ছে।