স্বাধীন মিউজিক বাজারে নিয়ে এসেছে দেশ ও জাতির জনককে নিয়ে মুক্তিযোদ্ধা ও সাহিত্যিক মোহাম্মদ এমদাদুল হক রচিত ১৪টি গানের এক সিডি অ্যালবাম ‘ও দরদি নাইয়ারে তুমি কি টুঙ্গিপাড়া যাও’। গানগুলো হচ্ছে ‘ও দরদি নাইয়ারে’, ‘ঝিলের বুকে শাপলা’, ‘এখনই জাগার সময়’, ‘কেমন করে ভুলব বল’, ‘সকালের লাল সূর্যটা’, ‘স্বাধীনতা তুমি প্রিয়’, ‘শেখ মুজিবে ডাক দিয়াছে’, ‘লও সালাম লও সালাম’, ‘বাংলার খাল নদী’, ‘সংগ্রাম করে যাও’, ‘যদি কোনোদিন কেউ’, ‘জন্মভূমির এই যে মাটি’, ‘কেমন করে ভুলব বল-২’, ‘জন্মভূমির এই যে মাটি-২’। গানগুলো গেয়েছেন মনরঞ্জন ঘোষাল, লাবনী, স্বর্ণালি, ফাইজুর মিল্টন, রুপালি চম্পক, সোমা দাস, আরিফ রহমান, লেনিন খান, নিগার সুলতানা রুমকী। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নবীন কিশোর গৌতম, সৈয়দ আজাদ রহমান, সুমন রেজা খান ও সৈয়দ জামান।