প্রায় দুই বছর আগে ওমর সানী, ফাইট ডিরেক্টর ভাতিজা চুন্নু ও অভিনেতা টাইগার রবি
একসঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন। আবারও তারা তিনজন একসঙ্গে কাজ
করলেন। বিস্তারিত জানাচ্ছেন মিলান আফ্রিদী
প্রায় দুই বছর ধরে প্রচারিত হওয়া আরএফএল বাকেটের বিজ্ঞাপনের সিক্যুয়ালের শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। এতে তার সঙ্গে আছেন টাইগার রবি। তবে উল্লেখ করার মতো বিষয় হলো ফাইট ডিরেক্টর ভাতিজা চুন্নু এবারও এই বিজ্ঞাপনের ফাইট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। গত ৪ ও ৫ ডিসেম্বর রাজধানীর তিনশ ফুট এলাকায় বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। ওমর সানী আগেই জানিয়েছিলেন, এবারের বিজ্ঞাপনটির আয়োজন হবে বিশালাকার। হয়েছেও ঠিক তাই। যে কারণে শুরু থেকেই এবারের বিজ্ঞাপনটি নিয়ে ওমর সানী একটু বেশিই আশাবাদী ছিলেন। বিজ্ঞাপনটির শুটিং শেষে ওমর সানী বলেন, ‘বাংলাদেশের বিজ্ঞাপনের ইতিহাসে এত আয়োজন করে বিজ্ঞাপন নির্মিত হয়নি, এটা আমি নিশ্চিত বলতে পারি। আমি শুটিং চলাকালীন মুগ্ধ হয়ে কাজ করেছি। এত ব্যাপক আয়োজনের মধ্যমণি ছিলাম আমি, এটা ভাবতে আমার কী যে ভালো লেগেছে, তা ভাষায় প্রকাশ করতে পারব না। মাঝে মাঝে নানা কারণে মনে হয় যে কাজ ছেড়ে দূরে কোথাও চলে যাই। কিন্তু আবার কিছু কিছু কাজ মনের মধ্যে এমন ভালোলাগার জন্ম দেয় যে, তখন মনে হয় এখানেই বেশ ভালো আছি, সম্মান নিয়ে বেঁচে আছি। আরএফএল আমাকে যে সম্মান দিয়ে কাজ করিয়েছেন, তাতে আমি তাদের প্রতি সত্যিই অনেক বেশি কৃতজ্ঞ।’ শুটিং চলাকালীন ফাইট ডিরেক্টর ভাতিজা চুন্নুর আন্তরিকতা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। চলচ্চিত্রে ফাইট ডিরেক্টর হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল ‘মাস্তানের উপর মাস্তান’ ও ‘জ্যান্ত কবর’ চলচ্চিত্রের কাজ দিয়ে। তবে বিজ্ঞাপনে ওমর সানীর বাকেটের কাজটিই ছিল প্রথম। চুন্নু বলেন, ‘আগের কাজটির চেয়ে এবারের কাজটি এত বেশি ভালো হয়েছে যে, ইনশাল্লাহ দশকের কাছে ওমর সানী নতুনভাবে আলোচনায় আসবেন।’ একই বিজ্ঞাপনে কাজ করেছেন টাইগার রবি। এই বিজ্ঞাপনটি তাকেও আবার নতুন করে আলোচনায় নিয়ে আসবে এমনটাই আশা করছেন বিজ্ঞাপনটির সংশ্লিষ্ট সবাই। এদিকে আসছে বছরে শিল্পী সমিতির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ওমর সানী। এই নিয়ে বেশ প্রস্তুতিও নিচ্ছেন তিনি। সানী আশা করেন, শিল্পীরা তাকে মনোনীত করবেন। কারণ শিল্পীদের পাশে তিনি সবসময়ই বিপদে আপদে থাকার চেষ্টা করেছেন। আসছে ৩০ ডিসেম্বর ওমর সানী অভিনীত বন্ধন বিশ্বাস পরিচালিত ‘শূন্য’ চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। এতে সানীর বিপরীতে অভিনয় করেছেন রেসি। কিন্তু শুটিং চলার সময় রেসি গর্ভবতী ছিলেন বিধায় চলচ্চিত্রটির একটি প্রধান গান শুটিং করা হয়নি। ওমর সানী বলেন, ‘যে গানটি রেসির সঙ্গে করা হয়ে উঠেনি এই গানটিই ছিল ‘শূন্য’ চলচ্চিত্রের প্রাণ। তাই আমার খুব দুঃখ হচ্ছে। তবে রেসির জন্য শুভ কামনা। তার নবাগত সন্তানের জন্যও শুভ কামনা। ‘শূন্য’ চলচ্চিত্রটি দেখার জন্য দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে সেইসঙ্গে নতুন বিজ্ঞাপনটির শুটিং যেন ভালোভাবে শেষ করতে পারি, সেই দোয়াও চাই। চাই শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হয়ে শিল্পীদের পাশে দাঁড়াতে।’