মঞ্চনাটকে কাজ করতে, নিজেকে দক্ষ নাট্যকর্মী হিসেবে গড়ে তুলতে আগ্রহীদের জন্য নাট্যধারা ২ যুগ পূর্তি উপলক্ষে প্রযোজনা ভিত্তিক কর্মশালার মাধ্যমে নাট্যকর্মী সংগ্রহ করছে। ন্যূনতম এইচএসসি পাস যে কেউ আবেদন করতে পারেন। যারা গান, বাদ্যযন্ত্রে ও নাচে পারদর্শী তাদের জন্য বিষয়গুলোকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। মেয়েদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন
শিমুল ইউসুফ, তারিক আনাম খান, গোলাম সারওয়ার, আলমগীর মোহাম্মদ, মাসুদ পারভেজ মিজু, অলোক বসু, সুদীপ চক্রবর্তী ও লিটু সাখাওয়াত। কর্মশালা পরিচালনা করবেন লিটু সাখাওয়াত।
আবেদনপত্র প্রাপ্তি ও জমাদানের স্থান
অঞ্জন’স-এর ঢাকার সকল শোরুম, শিল্পকলার চিলেকোঠা ও কফি হাউস, আজিজ সুপার মার্কেটের সুরের মেলা। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ১৫ ডিসেম্বর বিকাল ৫টায় শিল্পকলা একাডেমির নাট্যশালায় ৪নং মহড়া কক্ষে সাক্ষাত্কার গ্রহণ করা হবে।