বিজ্ঞান
মিরাজুল ইসলাম, প্রাক্তন প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ,ঢাকা
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান: ১০০
পূর্ব প্রকশের পর
১.সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ: ১x৫০ = ৫০
বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে তোমার গাওয়া গানের ভিডিও বিদেশে থাকা তোমার মামাকে খুব সহজে দ্রুত দেখাতে চাও। এক্ষেত্রে তুমি নিচের কোন প্রযুক্তিটি ব্যবহার করবে?
ক. প্রজেক্টর খ. ফ্যাক্স গ. ইন্টারনেট ঘ. ভিডিও
অসুস্থতার জন্য পরীক্ষার ফলাফল জানতে পারছ না। এখন বাসায় বসে তুমি সহজেই কীভাবে ফলাফল জানতে পারবে?
ক. ইন্টারনেটে খ. পেনড্রাইভ ব্যবহার করে
গ. মোবাইলে ঘ. মাল্টিমিডিয়ায়
শিক্ষা সফরে যাওয়ার সময় সফরকে স্মরণীয় করার জন্য খাবার, পানীয় ছাড়া নিচের কোন জিনিসটিকে তুমি বেশি প্রাধান্য দিবে?
ক. ভিডিও খ. ক্যামেরা গ. রেডিও ঘ. পেনড্রাইভ
মনির পড়াশোনার ফাঁকে সময় পেলেই মাঠে খেলাধুলার বদলে কম্পিউটারে ভিডিও গেম খেলে। এর ফলাফল কী হতে পারে?
ক. শরীর শুকিয়ে যাবে খ. খাবারে রুচি বাড়বে
গ. দৃষ্টিশক্তি ক্ষীণ হবে ঘ. পরীক্ষার ফল খারাপ হবে
তোমার কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কোনো তথ্য অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যটি পড়ে পুনরায় দেখতে কোন কাজটি করবে?
ক. তথ্যটি খাতায় লিখে রাখব
খ. তথ্যটি আবার অনুসন্ধান করব
গ. তথ্যটি মুছে দেব ঘ. তথ্যটি পেনড্রাইভে সংরক্ষণ করব
তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক. বাস খ. থার্মোমিটার
গ. মোবাইল ফোন ঘ. ঘড়ি
বর্তমানে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম কোনটি?
ক. ইউটিউব খ. ফেসবুক
গ. ভাইবার ঘ. কম্পিউটার
অনেক তথ্য অল্প জায়গাতে সহজে বহন করার জন্য ব্যবহার করা হয়—
ক. ডিভিডি খ. পেনড্রাইভ গ. সিডি ঘ. ল্যাপটপ
কোনটি তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নতুন বিপ্লব এনেছে?
ক. লিপি খ. ছাপাখানা গ. টেলিভিশন ঘ.কম্পিউটার
সবচেয়ে আধুনিক প্রযুক্তি হলো—
ক. কৃষি প্রযুক্তি খ. যাতায়াত প্রযুক্তি
গ. তথ্য প্রযুক্তি ঘ. গৃহ নির্মাণ প্রযুক্তি
আবহাওয়ার পূর্বাভাসে আগামী এক সপ্তাহে বাতাসের আর্দ্রতা যথাক্রমে ৪০%, ৫৫%, ৭০% এবং ৮০% থাকতে পারে। এর ফলে নিচের কোন উপাদানের উপর প্রভাব পড়তে পারে?
ক. বায়ুপ্রবাহ খ. বৃষ্টিপাত গ. নিম্নচাপ ঘ. উচ্চচাপ
তুমি জানতে পারলে আগামিকাল বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৭% থাকবে। এমতাবস্থায় বিদ্যালয়ে যাওয়ার সময় নিচের কোন কাজটি করবে?
ক. কালো কাপড় পরব খ. মোটা কাপড় পরব
গ. ছাতা সাথে রাখব ঘ. সাথে ঔষধ রাখব
জানুয়ারি, মার্চ, জুলাই ও অক্টোবর মাসে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যথাক্রমে ৪৫%, ৫৪% ৭৯% ও ৭২% ভেজা কাপড় কোন মাসে তাড়াতাড়ি শুকাবে বলে মনে হয়?
ক. জানুয়ারি খ. মার্চ গ. জুলাই ঘ. অক্টোবর
গ্রীষ্মকালে অত্যধিক তাপের ফলে স্থলভাগ উত্তপ্ত হয়ে ধূসর মেঘ সোজা উপরে উঠে নিচের কোনটি সৃষ্টি করে?
ক. আর্দ্রতা কমবে খ. শৈত্য প্রবাহ
গ. কালবৈশাখী ঘ. তাপদাহ
কোন স্থানের স্থলভাগ উষ্ণ হয়ে বায়ুকে উষ্ণ করলে এবং উষ্ণ বায়ু হাল্কা হয়ে উপরে উঠে গেলে কী সৃষ্টি হয়?
ক. নিম্নচাপ খ. তাপদাহ গ. উচ্চচাপ ঘ. শৈত্য প্রবাহ
নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ৭ থেকে ১০ ফুট বেশি উঁচু পানি হওয়ার সম্ভাবনা থাকলে তুমি ঐ এলাকার জনগণকে কী করতে বলবে?
ক. নিজ ঘরে অবস্থান করতে
খ. নৌকায় আরোহণ করতে
গ. গাছে আরোহণ করতে ঘ. উঁচু স্থানে গমন করতে
চৈত্র ও বৈশাখ মাসের কোনো বিকেল বেলায় তুমি দেখলে উত্তর-পশ্চিম কোণে কালো মেঘ করেছে। পরিবারের সদস্যদের কী বলে সাবধান করবে?
ক. তাপদাহ হতে পারে খ. সাইক্লোন হতে পারে
গ. কালবৈশাখী হতে পারে ঘ. ঘূর্ণিঝড় হতে পারে
নিচের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয়?
ক. ঘূর্ণিঝড় খ. হারিকেন গ. কালবৈশাখী ঘ. বন্যা
তোমার বিদ্যালয়ে গত ২৫ বছরের তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাতের রেকর্ড আছে। এরূপ বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা থেকে তুমি কিসের ধারণা পাবে?
ক. আবহাওয়া খ. জলবায়ু
গ. মৌসুমি বায়ু ঘ. বিরূপ আবহাওয়া
কালবৈশাখী ঝড়ে তোমাদের বাগানের কাঁচা আমগুলো পড়ে গেছে। সারা বছর ধরে খাবার জন্য তোমরা আমগুলো কীভাবে সংরক্ষণ করবে?
ক. শুকিয়ে খ. বরফ দিয়ে
গ. আচার বানিয়ে ঘ. লবণ দিয়ে
বর্ষাকালে মৌসুমি বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়?
ক. উত্তর-পশ্চিম খ. দক্ষিণ-পশ্চিম
গ. উত্তর-পূর্ব ঘ. দক্ষিণ-পূর্ব
শীতকালে কেন কম বৃষ্টি হয়? কারণ শীতকালে—
ক. বায়ু তাপমাত্রা বেশি থাকে
খ. বায়ুর চাপ বেশি তাকে
গ. বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে
ঘ. বায়ু শুষ্ক থাকে
কখন বৃষ্টি হতে পারে, যখন বায়ু—
ক. ঠাণ্ডা ও শীতল থাকে খ. গরম ও আর্দ্র থাকে
গ. স্বাভাবিক তাপমাত্রা থাকে
ঘ. উষ্ণ ও শুষ্ক থাকে
ভারত মহাসাগরে উত্পন্ন ঘূর্ণিঝড়কে কী বলে?
ক. সাইক্লোন খ. টাইফুন গ. হারিকেন ঘ. টর্নেডো
বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলা হয়—
ক. বৃষ্টি খ. আর্দ্রতা গ. বায়ুর চাপ ঘ. কুয়াশা
বর্ষাকালে কেন বেশি বৃষ্টি হয়?
ক. বায়ুর তাপমাত্রা বেশি হলে
খ. বায়ুর চাপ বেশি বলে
গ. বায়ুতে জলীয় বাষ্প বেশি বলে
ঘ. বায়ু শুষ্ক বলে
আবহাওয়া ও জলবায়ুর ভিন্নতার কারণ হলো—
ক. আবহাওয়া খুব দ্রুত বা ঘন ঘন পরিবর্তন হয় খ. আবহাওয়া দীর্ঘ সময় ধরে পরিবর্তন হয়
গ. আবহাওয়া খুব কমই পরিবর্তন হয়
ঘ. জলীয় বাষ্পের কারণে জলবায়ু পরিবর্তন হয়
বাংলাদেশে কোনটি প্রতি বছর দেখা যায়?
ক. বন্যা খ. ভূমিকম্প
গ. কালবৈশাখী ঘ. হারিকেন
ঘূর্নিঝড় কেন সৃষ্টি হয়?
ক. অতিরিক্ত বায়ুপ্রবাহের কারণে
খ. অতিরিক্ত নিম্নচাপের কারণে
গ. অতিরিক্ত উচ্চচাপের কারণে
ঘ. অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে
সূর্য আমাদের মাথার ওপর খাড়াভাবে কিরণ দেয় কখন?
ক. সকালবেলা খ. দুপুরবেলা
গ. বিকালবেলা ঘ. দুপুরের পূর্বে
পরের অংশ আগামীকাল