মো. সুজাউদ দৌলা
সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ ঢাকা।
পিতৃপরুষের গল্প
— হারুন হাবীব
১। মোঘল আমলে ঢাকার নাম ছিল-
ক) বারারনগর খ) হুমায়ুননগর
গ) আকবরনগর ঘ) জাহাঙ্গীরনগর
২। অন্তুর নানা কাজলকে বকতেন কেন?
ক) ভাষা আন্দোলন করার জন্য
খ) গ্রামে চলে যাওয়াতে
গ) মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কারণে
ঘ) চাকরি হয়নি বলে
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
(১) “আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি”
(২) “মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে।”
৩। উদ্দীপকের প্রথম অংশটি ‘পিতৃপুরুষের গল্প’ গল্পের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
i. ভাষা আন্দোলন ii. মুক্তিযুদ্ধ
iii. ইতিহাস-ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii
৪। উদ্দীপকের দ্বিতীয় অংশের মূলভাব নিচের কোন কথাটিতে প্রতিফলিত হয়েছে?
ক) স্বাধীনতা এবার আসবেই
খ) যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাত্
গ) অনেক রক্তের ইতিহাস আছে
ঘ) ওরা আমাদের পিতৃপুরুষ
৫। ‘পিতৃপুরুষ গল্প’ কে রচনা করেছেন?
ক) হুমায়ুন আজাদ খ) হাসেম খান
গ) কাজী নজরুল ইসলাম ঘ) হারুন হাবীব
৬। কথা সাহিত্যিক হারুন হাবীব কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৯৩৮ খ) ১৯৪২ গ) ১৯৭১ ঘ) ১৯৪৮
৭। হারুন হাবীব কী হিসেবে সর্বাধিক পরিচিত?
ক) কথা সাহিত্যিক
খ) ঔপন্যাসিক
গ) কবি ঘ) প্রাবন্ধিক
৮। হারুন হাবীব কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক) খুলনা খ) মাদারীপুর গ) জামালপুর ঘ) ফরিদপুর
৯। হারুন হাবীব ছিলেন-
ক) ডাক্তার
খ) গেরিলা মুক্তিযোদ্ধা
গ) পুলিশ
ঘ) উকিল
১০।‘Blood and Brutality’কার লেখা?
ক) হাসেম
খ) শহীদুল্লাহ কায়সার
গ) মামুনুর রশীদ ঘ) হারুন হাবীব
১১। কাজল অন্তুর কী হয়?
ক) চাচা খ) মামা গ) ভাই ঘ) বাবা
১২। কার গ্রাম খুব ভালো লাগে?
ক) অন্তুর খ) অন্তুর মার
গ) অন্তুর নানার ঘ) কাজলের
১৩। কাজল মামা কোথায় পড়ত?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ) ঢাকা
গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
১৪। মুক্তিযুদ্ধ কখন শুরু হয়েছিল?
ক) ১৯৬০ সালে
খ) ১৯৭২ সালে
গ) ১৯৭১ সালে
ঘ) ১৯৫২ সালে
১৫। কে যুদ্ধে যোগ দিল?
ক) অন্তর বাবা খ) কাজল মামা
গ) অন্তর নানা ঘ) অন্তু
১৬। ‘বাঘা বাঙালিরা এবার যুদ্ধ করবে, বাবা’- কে বলত?
ক) কাজল মামা খ) অন্তু
গ) অন্তুর বন্ধু ঘ) অন্তুর চাচা
১৭। কাজল মামা কবে ঢাকায় আসলেন?
ক) একুশে ফেব্রুয়ারির দিন খ) স্বাধীনতা দিবসের দিন
গ) একুশের ফেব্রুয়ারির ২দিন আগে
ঘ) বিজয় দিবসের দিন
১৮। অন্তু কীসের জন্য কাজল মামার অপেক্ষায় অধীর আছে?
ক) যুদ্ধের গল্প শুনবার জন্য খ) ঘুরতে যাওয়ার জন্য
গ) গ্রামে বেড়াতে যাওয়ার জন্য
ঘ) মামার সাথে দেখা করার জন্য
১৯। ঢাকা শহরের পূর্ব নাম কী?
ক) জাহাঙ্গীরনগর খ) পুন্ড্রনগর
গ) আকবরনগর ঘ) সোনারগাঁও
২০। কার নামানুসারে জাহাঙ্গীনগর নাম করণ হয়েছে?
ক) মোঘল বাদশাহ জাহাঙ্গীরের খ) আকবর-এর
গ) হুমায়ুন-এর ঘ) বাবর-এর
১ ঘ, ২ গ, ৩ ক, ৪.গ, ৫ ঘ, ৬.ঘ,৭.ক,৮ গ, ৯ খ, ১০ ঘ, ১১ খ, ১২ ঘ, ১৩ ক, ১৪ গ, ১৫ খ, ১৬ ক, ১৭ গ, ১৮ ক, ১৯ ক, ২০ ক