
সোমবার, ০৪ জুন ২০১৮, ২১ জ্যৈষ্ঠ ১৪২৫, ১৮ রমজান ১৪৩৯
মরিতে চাহিনা আমি সুন্দর ভূবনে
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।
প্রাণ রবীন্দ্রনাথ ঠাকুর
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য
গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান্
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতী,
সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
মানুষ কাজী নজরুল ইসলাম
ফজর | ৩:৪৪ |
যোহর | ১১:৫৭ |
আসর | ৪:৩৭ |
মাগরিব | ৬:৪৬ |
এশা | ৮:০৯ |
পড়ুন |