রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা
চাষা ভাই করে চাষ কাজে নেই হেলা।
সোনার ফসল ফলে খেত ভরা ধান
সকলের মুখে হাসি, গান আর গান।
আ.ন.ম. বজলুর রশীদ
সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।
আদেশ করেন যাহা মোর গুরুজনে,
আমি যেন সেই কাজ করি ভাল মনে।
মদন মোহন তর্কালঙ্কার
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
নানানভাবে নতুন জিনিস লিখছি দিবা রাত্র।
এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যে সব পাতায় পাতায়
শিখছি সেসব কৌতুহলে, নেই দ্বিধা লেশ মাত্র।
সুনির্মল বসু