সংক্ষিপ্ত প্রশ্ন
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলাদেশের ক্ষুুদ্র নৃ-গোষ্ঠী
১. গারো জনগোষ্ঠী কত বছর পূর্বে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করে?
উ: প্রায় ৪০০ বছর ।
২. গারো জনগোষ্ঠীর আদি আবাসস্থল কোথায়?
উ: তিব্বত।
৩. গারোদের নিজস্ব ভাষার নাম কী?
উ: আচিক।
৪. গারোদের আদি ধর্মের নাম কী?
উ: সাংসারেক।
৫. বর্তমানে বেশির ভাগ গারো কোন ধর্মাবলম্বী?
উ: খ্রিস্ট ধর্মাবলম্বী।
৬. কাদের সমাজ মাতৃতান্ত্রিক?
উ: গারো।
৭. কার সূত্র ধরে গারোদের দল, গোত্র ও বংশ গড়ে ওঠে?
উ: মায়ের।
৮. গারোদের প্রধান খাবার কী?
উ: ভাত, মাছ, মাংস ও বিভিন্ন শাকসবজি।
৯. গারোদের ঐতিহ্যবাহী খাবার কী দিয়ে তৈরি করা হয়?
উ: বাঁশের কোড়ল।
১০. পূর্বে গারো জনগোষ্ঠীর লোকেরা নদীর তীরে লম্বা করে এক ধরণের বাড়ি তৈরি করতেন যা কী নামে পরিচিত?
উ: নকমান্দি।
১১. গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কী?
উ: দকবান্দা বা দকসারি।
১২. গারো পুরুষেরা কী পরিধান করেন?
উ: শার্ট , লুঙ্গি, ধুতি ইত্যাদি।
১২. গারোদের ঐতিহ্যবাহী উত্সবের নাম কী?
উ: ওয়াংগালা।
১৩. ওয়াংগালা উত্সবটি কোন মাসে উদ্যাপন করা হয়?
উ: অক্টোবর বা নভেম্বর মাসে।
১৪. গারোরা কোন দেবতাকে নতুন শস্য উত্সর্গ করে?
উ: সূর্য দেবতা সালজং।
১৫.কত সালে গারো জনগোষ্ঠী ইংরেজদের সাথে যুদ্ধে পরাজিত হয়েছিলেন?
উ: ১৮৭২ সালে।
১৬. দুইজন গারো বীর যোদ্ধার নাম লেখ।
উ: তোগান নেংমিনজা ও সোনারাম সাংমা।
১৭.গারোরা কোন অস্ত্র নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল?
উ: বল্লম।
১৮. বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় কোন জনগোষ্ঠী বাস করে?
উ: খাসি।
১৯. অতীতে কোথায় জয়ন্তা বা জৈন্তিয়া নামে একটি রাজ্য ছিল?
উ: সিলেটে।
২০. খাসিদের ভাষার নাম কী?
উ: মনখেমে।
২১. খাসি জনগোষ্ঠীর নিজস্ব কী রয়েছে?
উ: ভাষা।
২২. খাসি জনগোষ্ঠী কী কাজ করে জীবিকা নির্বাহ করে?
উ: কৃষিকাজ।
২৩. খাসি জনগোষ্ঠী কি চাষ করে?
উ: প্রচুর পান ও মধু।
২৪. খাসি সমাজে পারিবারিক সম্পত্তির বেশিরভাগের উত্তরাধিকারী কে হয়?
উ: ছোট মেয়ে।
২৫. খাসি সমাজ কোন সমাজের মত মাতৃতান্ত্রিক?
উ: গারো সমাজের।
২৬. খাসিদের প্রধান খাদ্য কী?
উ: ভাত, মাংস, শুঁটকি মাছ, মধু ইত্যাদি।
২৭. খাসিরা কোনটিকে পবিত্র বলে মনে করে?
উ: পান-সুপারিকে।