ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোডে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন চার ওষুধ ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহীম এ দণ্ডাদেশ দেন। এরমধ্যে ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের মুজাহিদ ফার্মেসির পাঁচ হাজার টাকা, সোহেল রানার মা ফার্মেসির এক হাজার টাকা, জামিলউদ্দিনের রিফাত ফার্মেসির দুই হাজার টাকা ও হায়দার আলীর তানভীর ফার্মেসির দুই হাজার টাকা।