g নাটোর প্রতিনিধি
নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে ব্যাপক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। নাটোরের ঐতিহ্যবাহী এই কলেজটি নানা সমস্যায় জর্জরিত ছিল। ছিল উন্নয়নমূলক কর্মকাণ্ড বঞ্চিত। বর্তমান অধ্যক্ষ প্রফেসর মো. সামসুজ্জামান কলেজে যোগদান করার পর স্থানীয় সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টায় এ উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে।
জানা গেছে, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে কলেজের বাউন্ডারি ওয়াল, সাড়ে ৮ লাখ টাকা ব্যয়ে শহীদ মিনার নির্মাণ, ১০ তলা একাডেমি ভবন, ৬ তলা বিজ্ঞান ভবন, শিক্ষকদের ডরমেটরি এবং গাড়ির গ্যারেজ, গার্ডরুমসহ প্রধান ফটক, রিটার্নিং ওয়াল, ছাত্রদের ২শ আসন বিশিষ্ট হোস্টেল, ছাত্রীদের পৃথকভাবে ২শ আসন বিশিষ্ট হোস্টেল, ছাত্র সংসদ ভবন, বঙ্গবন্ধু ভবন থেকে শেখ রাসেল ভবন (বিজ্ঞান ভবন) পর্যন্ত যাতায়াতের জন্য একটি ওভার ব্রিজ নির্মাণের জন্য ফ্যাসিলিটিজ বিভাগের মাধ্যমে প্রধান প্রকৌশলীর কাছে প্রকল্প জমা দেওয়া হয়েছে। সমগ্র কলেজ ক্যাম্পাস ১২শ ফুট প্রাচীর নির্মাণের জন্য ১ কোটি ৫ লাখ টাকার কাজ এ মাসেই শুরু হয়েছে। এছাড়া কলেজ মাঠ বালু ভরাট করে সংস্কার করার জন্য সংসদ সদস্য ২ টন চাল বরাদ্দ দিয়েছেন। যার কাজ এ মাসে শুরু হবে। কলেজ মসজিদটি অত্যাধুনিক করা হবে। উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য অধ্যক্ষ ইতোমধ্যে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের কাছে প্রশংসিত হয়েছেন।