g মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
মিঠাপুকুরে পারিবারিক কলহের জেরে রোকেয়া বেগম (২২) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ গতকাল মঙ্গলবার ঘরের তীরের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমে পাঠায়। এ ঘটনার পর স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজন পালিয়ে গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রানীপুকুর ইউনিয়নের ভক্তিপুর গ্রামের তারা মিয়ার মেয়ে রোকেয়া বেগমের (২২) এক বছর আগে বিয়ে হয় খোড়াগাছ ইউনিয়নের রূপসী ফকিরপাড়ার আবদুর রাজ্জাকের বেকার ছেলে জাহেরুল ইসলামের সঙ্গে। বিয়ের পর বেকার স্বামীর অভাবী সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকত। এর জেরে সোমবার সকালে রোকেয়ার সাথে জাহেরুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রোকেয়াকে বেধড়ক মারপিট করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। রাতে আবারও ঝগড়া হয়। পরদিন মঙ্গলবার সকালে প্রতিবেশিরা ঘরের দরজা ভেঙে রোকেয়ার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।