
অপহরণকারী আটক
জয়পুরহাট প্রতিনিধি
ঢাকা দক্ষিণ খান এলাকা থেকে ছয় মাস বয়সের শিশু সুমাইয়া অপহরণকারী কাজের মহিলাকে আটক ও শিশুটিকে উদ্ধার করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ। শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আজিজুল হক ঢাকার দক্ষিণ খান এলাকার চালাবন মোশাইল জামালের বাড়িতে ভাড়া থাকেন। সেখানে স্থানীয় বাজারে কাঁচা মালের ব্যবসা করেন তিনি। সেই বাসায় দীর্ঘ দিন থেকে কাজের লোক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চকতাল খাদাইল গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম (৩৫)। শুক্রবার শিশু সুমাইয়াকে অপহরণ করে জয়পুরহাটে আনে নাসিমা। এ ব্যাপারে দক্ষিণ খান থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। দক্ষিণ খান থানার সাধারণ ডায়রির সূত্র ধরে জয়পুরহাট থানা পুলিশ মোবাইল ট্যাগ করে সদর উপজেলার চকশ্যাম এলাকার জিতাপুর হঠাত্পাড়া বস্তি থেকে শিশু সুমাইয়াকে উদ্ধার ও নাসিমাকে আটক করা হয়। এখবর পেয়ে শিশু সুমাইয়ার বাবা ও মা ঢাকা থেকে রওনা দিয়েছেন। বর্তমানে শিশুটি স্থানীয় সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশি হেফাজতে রয়েছে।
ফজর | ৪:৫৬ |
যোহর | ১২:০৯ |
আসর | ৪:২৭ |
মাগরিব | ৬:০৯ |
এশা | ৭:২১ |
পড়ুন |