রাজধানীর ফার্মগেটে দুই সহোদর অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ২ লাখ টাকা খুইয়েছেন। গতকাল সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় শাজাহান ও খোরশেদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শাজাহান ও খোরশেদ কাওরানবাজারে একটি চায়ের দোকান চালায়। বুধবার সকালে তারা মোহাম্মদপুর থেকে ২ লাখ টাকা নিয়ে কাওরানবাজারের উদ্দেশ্যে রওনা দেন। তারা বাসের ভিতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।
পরে ঐ বাসের হেলপার তাদের অসুস্থ অবস্থায় ফার্মগেটে নামিয়ে দেয়। পরে তাদের অপর এক ভাই উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাদের কাছ থেকে দুর্বৃত্তরা ২ লাখ টাকা নিয়ে গেছে।