রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আকবর আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর বুধবার বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা জিআরপি থানার ওসি আব্দুল মজিদ বলেন, ঐ ব্যক্তি কিভাবে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বা কোন স্থানে ঘটনার শিকার হন তা জানা যায়নি। তবে তিনি ধারণা করে বলেন, মঙ্গলবার সকালে নরসিংদীর ঘোড়াশাল থেকে ট্রেনে ঐ ব্যক্তি কমলাপুর রেলস্টেশনে পৌঁছেন। ট্রেনের ভিতর তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে সেখান থেকে রেলস্টেশনের ঝাড়ুদার সাগর তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। মৃতের ভাই ফজলুল হক জানান, তার ভাই ঘোড়াশালে একটি জুটমিলে চাকরি করতেন। কালিয়াকৈর থানার বাহাদুরপুর গ্রামে তাদের বাড়ি।