সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম এক মাস স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি কেন বাতিল ঘোষণা করা হবে না— এই মর্মে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে সরকারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। তবে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এই আবেদনের শুনানি হতে পারে।