মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকীতে দুই দিনব্যাপী কর্মসূচি নিয়েছে বিএনপি। গতকাল রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কর্মসূচি হলো- আগামী ১৬ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা ও ১৭ নভেম্বর টাঙ্গাইলে আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পমাল্য অর্পণ করবে বিএনপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী এমন সময়ে পালন করছি যখন দেশে গণতন্ত্র নেই, স্বাধীনতা বিপন্ন, সবদিকে সাংস্কৃতিক আগ্রাসনে ক্ষতবিক্ষত।
মৃত্যুবাষির্কী পালন উত্যাপন কমিটির সদস্য সচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে যৌথসভায় বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, আব্দুস সালাম আজাদ, এম এ মালেক, নূরুল ইসলাম নাসিম, তকদির হোসেন জসিম, মো. মুনির হোসেন, বেলাল আহমেদ, শায়লা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।