সিলেটে জালালাবাদ কলেজের ছাত্র এবং ছাত্রলীগ কর্মী শাহীন আহমদ ও আবুল কালাম আসিফের উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিভিন্ন হল ইউনিটের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ছাত্রলীগের ঢাবি শাখা সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।
সাইফুর রহমান সোহাগ বলেন, স্লোগান সমাবেশ করে শিবির প্রতিহত করা যাবে না। আপনরা শিবিরের আস্তানা খুঁজে বের করে তাদের প্রতিহত করুন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, স্বাধীনতার দোসর শিবিরের ব্যাপারে কোনো ছাড় নেই।