ইত্তেফাক রিপোর্ট
পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) এর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৯টায় মন্ত্রণালয়ের পুরাতন ভবনের সার্ভার রুমে মাল্টিপ্লাগ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত। ‘ফায়ার অ্যালার্ম’ শোনার পর পরই মন্ত্রণালয়ের কর্মচারীরা ভবনে রক্ষিত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আগুনে কিছু ইন্টারনেট সংযোগ তার পুড়ে গেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় দ্রুততম সময়ে বিকল্প ব্যবস্থায় মন্ত্রণালয়ের ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপন করা হবে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ৬ মাস আগেই মন্ত্রণালয়ে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।