নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে জলাশয় ভরাট করে গড়ে তোলা হচ্ছে বিশাল অট্টালিকা। এ অবস্থা চলতে থাকলে জলাশয়হীন হয়ে পড়বে সৈয়দপুর শহর।
এলাকাবাসীরা জানায়, প্রায় দেড় যুগ আগেও শহরের আনাচে-কানাচে ছিল ছোট-বড় মিলে প্রায় শতাধিক পুকুর, দীঘি ও জলাশয়। ধীরে ধীরে বাড়িঘর নির্মাণ হওয়ায় অনেকগুলোর চিহ্ন পর্যন্ত নেই। আর যা রয়েছে সেগুলোও ভরাট করে বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। এসব জলাশয় ভরাট হওয়ার কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা একেবারেই ভেঙ্গে পড়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই পানিবন্দি হয়ে পড়ছে শহরের মানুষ।