তাহিরপুর সীমান্তে গত মঙ্গলবার রাত ২টায় চোরাই কয়লা পাচারকালে তিন ব্যক্তিকে আটক করেছে বিজিবি। উপজেলার ৮ বিজিবি নিয়ন্ত্রণাধীন টেকেরঘাট সীমান্ত ১১৯৯ পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারত হতে মাথায় বহন করে কয়লা পাচার ও স্তূপীকরণকালে এক অভিযান চালিয়ে ভারতীয় একটন কয়লা ও এক নাগরিকসহ তিন ব্যক্তিকে হাতে নাতে আটক করেছে।
আটককৃতরা হলেন: উপজেলার বুরুঙ্গাছড়া গ্রামের কাউসার ও মহিবুর এবং অপর ব্যক্তি ভারতীয় নাগরিক জন মারাক। আটককৃত ৩ আসামিসহ বুরুঙ্গাছড়া গ্রামের রফিকুলকে পলাতক আসামি করে গতকাল বুধবার তাহিরপুর থানায় মামলা দায়ের করে বিজিবি।