উপজেলার পৌর এলাকায় এক সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি ভয় দেখিয়ে কম দামে কিনে ভারতে চলে যেতে বাধ্য করেছেন। এলাকাবাসী জানান, মহেশপুর পৌর এলাকার হামিদপুর গ্রামের আব্দার মিয়ার পুত্র তামান্না রাইস মিলের মালিক হাফিজুর রহমান একই গ্রামের শম্ভু বিশ্বাসের ৮ শতক জমি ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে কিনে নেয়। কিনে নেয়ার পর রাতেই এক দল সন্ত্রাসী দিয়ে শম্ভু বিশ্বাসের গরু, ছাগল, ধান, চালসহ সমস্ত জিনিসপত্র নিজের ধানের চাতালে নিয়ে রাখে। শালিস বৈঠক বসে। শালিসে চাতাল ব্যবসায়ী হাফিজুর রহমানকে নগদ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। তা ছাড়া লুট করে আনা জিনিস শম্ভু বিশ্বাসের আত্মীয়-স্বজনের নিকট ফেরত দিতে বাধ্য করা হয়েছে।