আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও সন্ত্রাস রুখতে বগুড়ায় বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। অভিযান শুরুর পর ১২ ঘণ্টায় গ্রেফতারী পরোয়ানামূলে পলাতক আসামি ও মাদক বিক্রির সাথে জড়িত নারী সহ গ্রেফতার হয়েছে ১১২ জন । সেইসাথে একটি বিদেশি পিস্তল, গুলি, রামদাসহ ফেন্সিডিল, ইয়াবা ও প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ ।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, পুলিশ সুপারের নির্দেশে মঙ্গলবার দিবাগত রাত ১০ টা থেকে জেলার ১২ টি থানা এলাকায় বিশেষ অভিযান শুরু হয়েছে । এই অভিযানে বুধবার সকাল ১০টা পর্যন্ত মাত্র ১২ ঘণ্টায় নারী মাদক বিক্রেতাসহ ১১২ জনকে গ্রেফতার করা হয়েছে ।