গতকাল বুধবার ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের আব্দুল্লাহ মোল্যা (৪৮) নামে এক পিতাকে বাল্যবিবাহ অপরাধে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
আব্দুল্লাহ স্ত্রীর বিয়োগান্তে তার মেয়ে আকলিমা (১৩) নানার বাড়ীতে বসবাস করত। মেয়েকে ফাঁকি দিয়ে বাড়ী এনে ভাগ্নের সাথে বাল্যবিবাহ দেয় ওই পিতা। এ বিষয়ে একই গ্রামের আছির উদ্দিন ফকির মেয়ের নানা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের ভ্রাম্যমাণ আদালত গঠন করে অপরাধী আব্দুল্লাহকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।