নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিওিতে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ মাদক সম্রাট হাবুল চন্দ্র দেবকে (৩৫) গ্রেপ্তার করেছে। পুলিশ পৌর এলাকার আদালতপাড়ায় তার বাড়িতে গ্রেফতারের সময় তল্লাশি চালিয়ে ১৮৩ পিস ইয়াবা ও ৪৯ পিস ফেন্সিডিল উদ্ধার করে। গতকাল বুধবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। অভিযোগ রয়েছে, সে এলাকার প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থেকে দীর্ঘদিন যাবত্ এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। বার বার পুলিশ তাকে গ্রেপ্তার করলেও জামিনে বের হয়ে এসে আবারও এ ব্যবসা শুরু করে ।