নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌর এলাকা জয়রামপুর থেকে মঙ্গলবার দুপুরে ৩ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তিসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কষ্টি পাথরের এ মূর্তিটি উদ্ধার করে র্যাব-১১ এর সদস্যরা। পরে রাত ১০টায় র্যাব-১১ ডিএডি সেলিম খান বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করে মূর্তিসহ গ্রেফতারকৃতকে হস্তান্তর করেন। জানা গেছে, উপজেলার জয়রামপুর গ্রামের মৃত নির্মল রায়ের ছেলে নীলউত্পল রায় কষ্টি পাথর বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ খবর পেয়ে র্যাব-১১ একটি দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মূর্তিসহ তাকে গ্রেফতার করা হয়।