রংপুরে স্কুলছাত্র অনিক হাসান সানি (১২) হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
পরে দাবি আদায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি প্রদান করা হয়। দুপুরে রংপুর মহানগরীর শালবন এলাকার শত শত মানুষের অংশগ্রহণে সানি হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে এক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিহত সানির পিতা ওমর আলী, বোন সুমি আক্তার, ফাতেমাতুজ জোহরা, ভাই সুমন আহমেদ, এলাকাবাসীর পক্ষে সামিউল ইকবাল, সবুজ ইসলাম, আইয়ুব আলী।
বক্তারা বলেন, একটি প্রভাবশালী মহল খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেয়ায় পুলিশ আসামিদের গ্রেফতার করছে না। উল্টো বাদীকে মামলা তুলে নেয়ার হুমকি-ধমকি দিচ্ছে। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে আসামি ফাহিমসহ তার সঙ্গীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন দেয়ার ঘোষণা দেন।