রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের সামাজিক, শিক্ষামূলক সংগঠন ‘শিকড়’ এর উদ্যোগে কদলপুর স্কুল এন্ড কলেজে মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষে বিদ্যালয়ের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিকড়ের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসাইন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কদলপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, প্রভাষক বাদল দাশ, আইরিন আক্তার, পুরবী ধর, মোহাম্মদ আলী, শফিউল আলম, শিকড়’র উপদেষ্টা সদস্য এহসান উদ্দিন, রিদুয়ানুল হক, আল মামুন, জোমেন চৌধুরী, জাহেদুল ইসলাম, মোহাম্মদ সোহেল, সহ-সভাপতি মফিজুল হক, সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী, সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৩০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসাবে শিক্ষা সামগ্রী তুলে দেয় শিকড় পরিবার।