g চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
চরফ্যাশনের মাদ্রাজ ইউনিয়নের কেরামতগঞ্জ বাজারে গত মঙ্গলবার দুপুরে পাকা ঘর নির্মাণকাজের সময় বিদ্যুতের তারে জড়িয়ে জাকির হোসেন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত জাকির কেরামতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের পিয়ন এবং ওই এলাকার আব্দুল কাদের খলিফার ছেলে। বুধবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কেরামতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ জানান, কেরামতগঞ্জ বাজারে জাকির হোসেনের দোকান নির্মাণকাজ চলছে। বৈদ্যুতিক মোটর দিয়ে পাকাঘরে পানি দেয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল হক জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।