g বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
বানারীপাড়ায় বিশারকান্দিতে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন করে বরিশাল, পিরোজপুর ও গোপালগঞ্জ জেলার ছয় উপজেলার সমন্বয়ে আঞ্চলিক কৃষি অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহা-পরিচালক (ডিজি) ড. আবুল কালাম আজাদ কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাই করতে বানারীপাড়ার বিশারকান্দি এলাকা পরিদর্শন করেন। তিনি এ সময়ে ওই এলাকায় ভাসমান কৃষি প্রযুক্তি ও সর্জন পদ্ধতিতে ফসল উত্পাদন পরিদর্শন ও এ নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেন। এসময় স্থানীয় সাবেক সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি, বরিশালের রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আঃ ওহাব, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সালেহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
২০১৩ সালে তত্কালীন সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি দক্ষিণাঞ্চলে খাদ্য নিরাপত্তার লক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ফসলের উন্নতজাত উদ্ভাবন, ফসল উত্পাদনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি উদ্ভাবন ও তার ব্যবহার, চর ও পতিত জমির সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে গুরুত্বারোপ করেন। ওই সময় বানারীপাড়ায় কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য বিশারকান্দি ইউনিয়নে এমএলটি অফিস স্থাপন করে বৈজ্ঞানিক সহকারী নিয়োগ দেওয়াসহ প্রাথমিক প্রক্রিয়া শুরু হলেও পরবর্তীতে থেমে যায়। সম্প্রতি কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনে আবার তত্পরতা শুরু হয়। বানারীপাড়ায় কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন করা হলে ৪০ সহস্রাধিক কৃষকের ভাগ্যোন্নয়নের পাশাপাশি এ অঞ্চলে কৃষি ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।