g মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে বুধবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম শাওন (১৭)। সে মেহেরপুর শহরের সরকারি কলেজপাড়ার কাশেম ডেকোরেটরের স্বত্বাধিকারী আরিফুল ইসলাম বাবুর ছেলে এবং মেহেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
উপজেলার আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম জানান, আশরাফপুর গ্রামের একটি অনুষ্ঠানে মাইক ব্যবহারের জন্য কাশেম ডেকোরেটর থেকে মাইক ভাড়া করা হয়। এদিন সকাল সাড়ে ১০টার দিকে মাইক রাস্তার পাশের কারেন্টের পোলে বাঁধার জন্য শাওন পোলে উঠে। এ সময় সে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ছিটকে মাটিতে পরে। দ্রুত তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।