g পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার পূর্বধলায় গতকাল বুধবার সকালে পানিতে ডুবে জোনাকী (৩) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলার জারিয়া ইউনিয়নের গোজাখালীকান্দা গ্রামের মুন্জুরুল হকের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জোনাকী গত দুই দিন আগে তার মায়ের সঙ্গে উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামে তার নানা কালাচাঁনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে বুধবার সকালে সে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।