g গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
গজারিয়া বাউশিয়ায় বুধবার সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম প্রণব শাহা (৪৫)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল থানার হাট কইরা গ্রামের প্রতাব শাহার ছেলে।
নিহতের স্ত্রী জানান, প্রণব শাহা মোটর সাইকেলযোগে মুন্সীগঞ্জ থেকে কুমিল্লার গৌরিপুর ব্যুরো বাংলাদেশ নামে একটি এনজিওতে যাচ্ছিলেন। সেখানে তিনি ব্যুরো বাংলাদেশ গৌরিপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মহিউদ্দিন রানা জানান, উপজেলার বাউশিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাখির মোড়ে কুমিল্লাগামী একটি মোটর সাইকেলকে ঢাকাগামী একটি অজ্ঞাত পরিবহন চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক নিহত হন।