g হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনা থানা পুলিশ বুধবার ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে।
এরা হলো নূর নবী, রবু এবং সাদ্দাম। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বড় রামদা, একটি বড় ছুরি ও দুটি রড উদ্ধার করা হয়।
থানার ওসি (তদন্ত) মো. আনোয়ারুল হক জানান, কারারকান্দি গ্রামে ১০/১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে উপজেলার কারারকান্দি মোড়ে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও তাদের তিনজনকে ধরতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের মধ্যে এর আগে নূর নবীর বিরুদ্ধে একটি এবং রবুর বিরুদ্ধে থানায় আরো দুটি ডাকাতির মামলা রয়েছে। এছাড়া সাদ্দামের বিরুদ্ধেও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। তারা ওই মামলাগুলোতে জামিনে ছিল। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।