
কমল কান্ত রায়, গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছে না গঙ্গাচড়ার পারভেজ। সে রংপুরের গঙ্গাচড়া উপজেলার হাবু কুটিরপাড় গ্রামের ঝালমুড়ি বিক্রেতা সোলজারের পুত্র। এ বছর সে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভর্তির সুযোগ পেয়েছে। কথা রেখেছে পারভেজ মোশারফ। গঙ্গাচড়ার পারভেজ প্রকৌশলী হতে চায় এমন শিরোনামে একটি সংবাদ ২০১৪ সালের ২৭ মে প্রকাশ হয়েছিল। প্রকাশের পর ডাচ-বাংলা ব্যাংক থেকে দুই বছর আর্থিক সহায়তা করে। সে এ বছর রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট থেকে মেকানিক্যাল বিভাগে পাস করে। সে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে গোল্ডেল জিপিএ-৫ পেয়েছিল। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও পারভেজের চোখে মুখে হতাশার ছাপ। অভাব-অনটনের সংসার। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এ অবস্থায় ছেলের ভর্তি ও তার লেখাপড়ার খরচের কথা চিন্তা করতে মাথায় বাজ পড়ছে সোলজারের। কি হবে ছেলের। এই আশঙ্কায় আঁতকে উঠছেন তিনি। সাধ থাকলেও সাধ্য নেই সোলজারের।
ফজর | ৪:৫৩ |
যোহর | ১১:৪৩ |
আসর | ৩:৩৯ |
মাগরিব | ৫:১৭ |
এশা | ৬:৩২ |
পড়ুন |