g টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে মাদকের চালান বহনকারী ব্যক্তির মৃতদেহসহ পুলিশ ঘটনাস্থল হতে ইয়াবা, অস্ত্র ও বুলেট উদ্ধার করেছে।
জানা যায়, রবিবার দুপুরে স্থানীয় সূত্রে খবর পেয়ে টেকনাফ মডেল থানার সেকেন্ড অফিসার এসআই দীপক বাবুর নেতৃত্বে একদল পুলিশ সাবরাং ইউনিয়নের কচুবনিয়ার মত্স্য ঘের হতে একটি পরিত্যক্ত লাশ, ১টি দেশীয় তৈরি অস্ত্র, ২ রাউন্ড বুলেট ও ২টি ইয়াবা ভর্তি ব্যাগ উদ্ধার করে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। সে ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশকারী রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাস বলেন, লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ, অস্ত্র, বুলেট ও ইয়াবার ব্যাগ উদ্ধার করে। এতে গণনা করে এক লাখ ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।